
ছাত্রনেতাদের প্রতি পরামর্শ—
যারা দীর্ঘমেয়াদি রাজনীতি করতে চান, তাদের টেস্ট ম্যাচের ধৈর্য থাকতে হবে—ফুলটস বল পেলেও ছক্কা না মারার কৌশল জানতে হবে। যারা মাটি কামড়ে টিকে থাকবে, তারাই ভবিষ্যতে সফল হবে। আর যারা ধৈর্যহীন, তারা আফ্রিদির স্টাইলে খেলবে—এল, ছক্কা মারল, আর আউট হয়ে গেল!