
মায়ানমারে শক্তিশালী ভূমিকম্পে হতাহতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত দেশটিতে ২০ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির একজন চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মায়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পরে ১টা ২ মিনিটের দিকে ৬ দশমিক ৮ মাত্রার একটি আফটারশক আঘাত হানে।
https://8f7c681f867ddf56b8f8e8eca9023673.safeframe.googlesyndication.com/safeframe/1-0-41/html/container.htmlভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক জানান, মায়ানমারের রাজধানীর একটি এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রায় ২০ জনের মরদেহ আনা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন।
দেশটির মান্দালয় শহরে একটি মসজিদ ধসে পড়ার ঘটনা ঘটেছে।
https://8f7c681f867ddf56b8f8e8eca9023673.safeframe.googlesyndication.com/safeframe/1-0-41/html/container.htmlদুজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, যখন কম্পন শুরু হয় আমরা প্রার্থনা করছিলাম। মসজিদ ধসে তিনজন ঘটনাস্থলে মারা গেছেন।
এক সরকারি বিবৃতিতে মায়ানমার সরকার ভূমিকম্পের পর ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ভয়াবহ এই ভূমিকম্পের পর আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে দেশটির জান্তা।